Thursday, April 24, 2025
Homeআঞ্চলিকযশোর শহরের চুড়িপট্টির দোকান দখলের অভিযোগ ডিস বাবু ও তার স্ত্রীর বিরুদ্ধে

যশোর শহরের চুড়িপট্টির দোকান দখলের অভিযোগ ডিস বাবু ও তার স্ত্রীর বিরুদ্ধে

সত্যপাঠ ডেস্ক

যশোর শহরের চুড়িপট্টির মীর মোশাররফ হোসেন বাবু ওরফে ডিশ বাবু এবং তার স্ত্রী নাসরিন হোসেনের বিরুদ্ধে জোর করে দোকান দখলের অভিযোগ উঠেছে। সোমবার রাতে কোতয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন চুড়িপট্টির হাজী আব্দুল করিম রোডের মৃত এ কে এম এহসান সিদ্দিকীর ছেলে এ কে এম ফাররার সিদ্দিকী ।

এ কে এম ফাররার সিদ্দিকীর অভিযোগ, তার পিতা জীবিত থাকাকালে চুড়িপট্টির হাজী আব্দুল করিম রোডের এক ব্যক্তির কাছ থেকে ১৯৬৬ সালে একটি জায়গা বরাদ্দ নিয়ে সেখানে দোকানঘর নির্মাণ করেন। মেসার্স এশিয়ান ইমপেক্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান ছিলো তার পিতার।

মারা যাওয়ার আগে তার পিতা তাদের দুই ভাইয়ের নামে ব্যবসা প্রতিষ্ঠানসহ দোকানঘর অ্যাফিডেফিড করে দেন। ২০১১ সালে তার পিতা মারা যাওয়ার পর তারা দুই ভাই ব্যবসা পরিচালনা করে আসছিলেন। ২০১৭ সালে জায়গার আসল মালিক সেখানে বহুতল ভবন নির্মাণের ইচ্ছা প্রকাশ করেন। এ কারণে বরাদ্দ নেওয়া অংশ সাময়িক খালি করে দেন। এরপর ভবন নির্মাণ হলে বরাদ্দ নেওয়া জায়গার ওপর দোকানঘরের বিষয়ে মালিক পক্ষের সাথে তারা আলাপ আলোচনা করতে থাকেন।

কিন্তু এরই মধ্যে ক্ষমতার অপব্যবহার করে মালিক পক্ষের কাছ থেকে তাদের বরাদ্দ নেওয়া অংশ দখলে নেন বিবাদীরা। সেখানে আনন্দময়ীয় জুয়েলার্স ও অনুরাধা জুয়েলার্স নামে দুটি প্রতিষ্ঠানকে ভাড়া দেন আসামিদ্বয়। তবে পরবর্তীতে মৌখিকভাবে বিবাদীরা অঙ্গীকার করেন যে, এ কে এম ফাররার সিদ্দিকী ও তার ভাইকে ক্ষতিপূরণ দিবেন। কিন্তু আসামিদ্বয় আর ক্ষতিপূরণ দেননি। অভিযোগে উল্লেখ করা হয়, দেড় কোটি টাকার সম্পত্তি গায়ের জোরে ডিসবাবু দখল করে রেখেছেন।

এই বিভাগের আরো সংবাদ

আলোচিত