সত্যপাঠ ডেস্ক
যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন পরিষদে টিসিবি’র পণ্য বিতরণের সময় সংঘর্ষের ঘটনায় চারজন রক্তাক্ত জখম হয়েছেন। মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে পণ্য বিতরণ চলাকালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, টিসিবি’র নির্ধারিত ফ্যামেলি স্মার্ট কার্ড ছাড়াও কয়েক শতাধিক নারী-পুরুষ ব্যক্তিগত জাতীয় পরিচয়পত্র (আইডি কার্ড) ব্যবহার করে পণ্য নিতে আসেন। এ সময় অতিরিক্ত ভিড়ের মধ্যে অনেকেই জোরপূর্বক লাইনে ঢোকার চেষ্টা করলে কথা কাটাকাটি থেকে শুরু হয় হাতাহাতি ও মারামারি।
সংঘর্ষে কাজিপুর গ্রামের ওহাব আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৪৫) ও বাপ্পি হোসেন (৩২), এবং কামালপুর গ্রামের রওশন আলীর ছেলে জিহাদ হোসেন (২৫) ও ইমরান হোসেন (২৫) গুরুতরভাবে আহত হন। উত্তেজিত জনতার হামলায় তারা রক্তাক্ত জখম হন। পরে স্থানীয় ইউপি সদস্য ও গ্রামবাসীরা আহতদের পরিবারের কাছে হস্তান্তর করেন।
ঘটনার পরপরই কর্তৃপক্ষ টিসিবি’র পণ্য বিতরণ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেয়। খবর পেয়ে কোতয়ালী মডেল থানার এসআই সবুজ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তার উপস্থিতিতে পুনরায় শান্তিপূর্ণভাবে চাল বিতরণ শুরু হয়।
এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।