সত্যপাঠ ডেস্ক
যশোরের চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিবসহ আওয়ামী লীগের পাঁচজনকে আটক করা হয়েছে। ফতেপুরের বালিয়াডাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নাশকতার অভিযোগে দায়েরকরা মামলায় আটক দেখানো হয়েছে। ভাইপো রাকিব শংকরপুরের তৌহিদুল ইসলামের ছেলে।
অপর আসামিরা হলেন, পালবাড়ি গাজীরহাট রোডের কুদ্দুস আলীর ছেলে আকাশ ইসলাম, তালবাড়িয়া গ্রামের কাশেম আলীর ছেলে কামরুল ইসলাম, উপশহরের মুকুল হোসেনের ছেলে আশরাফুল হোসেন রাব্বী ও মুড়লি খাঁপাড়ার বাবুল শেখের ছেলে মিজানুর রহমান জুয়েল। তাদেরকে সোমবার রাতে নিজনিজ বাড়ি থেকে আটক করা হয়েছে।
কোতয়ালি থানার এসআই আব্দুস সবুর জানান, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ফতেপুরের বালিয়াডাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এসময় বোমার বিস্ফোরণ সহ বিএনপির নেতাকর্মীদেরকে মারপিট করে জখম করা হয়।
এ ঘটনায় ২০২৪ সালের ১৯ নভেম্বর কোতোয়ালি থানায় মামলা হয়। ওই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ওই পাঁচজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার তাদেরকে আদালতে সোপর্দ করলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।