Friday, April 25, 2025
Homeআঞ্চলিকশ্যামনগরে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

শ্যামনগরে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

শ্যামনগর প্রতিনিধি

বাংলাদেশ দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে বাস্তচ্যুত এবং বাস্তচ্যুত হওয়ার ঝুঁকিতে থাকা পরিবারকে সহায়তা প্রদানের লক্ষ্যে দাতা সংস্থা ইউরোপিয়ন ইউনিয়ন এর আর্থিক ও কারিগরী সহযোগীতায় বেসরকারি সংস্থা উত্তরণ শ্যামনগর উপজেলার কৈখালী ও বুড়িগোয়ালিনী ইউনিয়নে জলবায়ু অভিভাষী ও ঝুঁকিতে থাকা জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে সক্ষমতা বৃদ্ধি নামক তিন বছর মেয়াদী প্রকল্প ২০২৫ সালের জানুয়ারী থেকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত বাস্তবায়িত হবে।

২১ এপ্রিল এই প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উত্তরণের প্রকল্প সমন্বয়কারী নাজমা আক্তারের সভাপতিত্বে প্রকল্পের বিস্তারিত কার্যক্রম উপস্থাপন করেন উত্তরণের প্রোগ্রাম ম্যানেজার মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রণী খাতুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবির, সমাজসেবা কর্মকর্তা এস, এম আরিফুজ্জামান, সহকারী সমবায় কর্মকর্তা কাজল রায় চৌধুরী, সহকারী কৃষি কর্মকর্তা জি, এম আব্দুর রাজ্জাক, এনজিও সমন্বয়কারী গাজী আল ইমরান, সামস্ এর নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা, ইউপি সদস্য রাবেয়া বেগম প্রমুখ।

এ সময় উত্তরণের মনিটরিং ও ডকুমেন্টেশন ফারহানা বেগম এবং উত্তরণের সুবধাভোগী বিভিন্ন ইউনিয়নের নারী-পুরুষ সদস্যগণ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো সংবাদ

আলোচিত