Friday, April 25, 2025
Homeআঞ্চলিককেশবপুরে কৃষকের ছয় গরু চুরি

কেশবপুরে কৃষকের ছয় গরু চুরি

 কেশবপুর প্রতিনিধি

যশোরের কেশবপুরে এক কৃষকের গোয়াল থেকে ৬টি গরু চুরি হয়েছে। রবিবার রাতে উপজেলার কড়িয়াখালী গ্রামের কৃষক রইচ উদ্দীনের বাড়িতে ঘটনাটি ঘটেছে।

এলাকাবাসী জানায়, রোববার রাতে কড়িয়াখালী গ্রামের কৃষক রইচ উদ্দীনের বাড়ির লোকজন রাতের খাবার খেয়ে ঘুমিয়ে থাকার পর চোরেরা গোয়াল ঘরের তালা ভেঙ্গে ছয়টি গরু নিয়ে যায়। সোমবার ভোরে ঘুম থেকে উঠে তারা বিষয়টি টের পায়।

কৃষক রইচ উদ্দীন বলেন, চোরেরা তাঁর গোয়াল ঘরের তালা ভেঙ্গে ৩টি গাভী, ২টি এঁড়ে ও ১টি বকনা গরু চুরি করেছে। গরুগুলোর মূল্য প্রায় ৬ লাখ টাকা। ওই কৃষকের বাড়ি থেকে গরু চুরি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি মেম্বার শামসুর রহমান।

এই বিভাগের আরো সংবাদ

আলোচিত