Friday, April 25, 2025
Homeআঞ্চলিককলেজ মাঠ বাঁচাতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ,৪৮ ঘণ্টার আল্টিমেটাম

কলেজ মাঠ বাঁচাতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ,৪৮ ঘণ্টার আল্টিমেটাম

 শৈলকুপা প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপার শেখপাড়া দুঃখী মাহমুদ কলেজের মাঠে স্থাপনা নির্মাণের ঘটনা ঘটেছে। সোমবার এঘটনার প্রতিবাদে ৪৮ ঘন্টার আল্টিমেটামে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

সকাল ১১ টায় মহাসড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা, ‘কলেজ মাঠে স্থাপনা মানি না মানব না’, ‘অবৈধ স্থাপনা মানি না মানব না’ ইত্যাদি স্লোগান দেন। পরে বেলা সাড়ে ১২টায় যৌক্তিক সমাধানের প্রতিশ্রুতিতে মহাসড়ক ছেড়ে দেন তারা।

জানা যায়, কলেজ মাঠের ২৭ শতাংশ জমি নিয়ে বিরোধ রয়েছে। জমির প্রকৃত মালিক দাবি করে কলেজ মাঠে বসতি স্থাপনা নির্মাণ করার ঘটনা ঘটে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ‘কলেজ মাঠে স্থাপনা নির্মাণের ফলে আমরা খেলাধুলা করতে পারছি না। কলেজের সৌন্দর্য নষ্ট হচ্ছে। কলেজ মাঠে স্থাপনা নির্মাণ আমরা মানব না৷ আমরা সুষ্ঠু সমাধান চাই। তা না হলে আমরা আরও কঠোর আন্দোলনে যাব।’

 শেখপাড়া দুঃখী মাহমুদ কলেজের অধ্যক্ষ আসাদুর রহমান জানান, ‘জমিটি এওয়াজ করা। তবে সেখানে স্থাপনা নির্মাণ করা হয়েছে। শিক্ষার্থীরা এবিষয় নিয়ে মহাসড়ক অবরোধ করে।

এই বিভাগের আরো সংবাদ

আলোচিত