বিশেষ প্রতিনিধি
যশোর এক্স-ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন আয়োজিত টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রিপন অটোস। বুধবার শামস-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা হ্যালো পান্ডাকে ১৩ রানে পরাজিত করে।
প্রথমে ব্যাট করে রিপন অটোস ১২৯ রান করে। জবাবে হ্যালো পান্ডা ১৮.৩ ওভারে অলআউট হয়ে যায় ১১৬ রানে। ম্যাচে আজমান ৪ উইকেট ও ২০ রানের জন্য সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
সাদমান টুর্নামেন্ট সেরা, শিবলি সর্বোচ্চ উইকেট শিকারি এবং হুসাইন উদীয়মান খেলোয়াড় হন।
খেলা শেষে পুলিশ সুপার রওনক জাহান প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন।