সত্যপাঠ রিপোর্ট
ছয় দফা দাবিতে যশোরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার বেলা সাড়ে ১১ টা থেকে শহরের মনিহারস্থ চৌরাস্তা এলাকা অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।
এতে ওই এলাকায় যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এবং ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এর আগে সকাল থেকে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা জড়ো হয় ক্যাম্পাসে। পরে মিছিলসহকারে মণিহার চত্বরে জড়ো হয়।
শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের ৬ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। দাবিগুলোর মধ্যে রয়েছে—জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে বাতিল, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল এবং চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার ও মনোটেকনোলজি পাস করা শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত পদে নিয়োগ নিশ্চিত করা। শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে সড়ক থেকে সরিয়ে দিতে সেনাবাহিনী ও পুলিশের সদস্য ঘটনাস্থলে থাকতে দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, যশোরে অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক মণিহার স্ট্যান্ড। এখান থেকে বাংলাদেশের সকল জেলার দূরপাল্লার বাস ছাড়ে। সমগ্র মনিহার এলাকা শিক্ষার্থীরা হাতে হাত রেখে অবরোধ করে রাখাতে যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। কয়েক ঘন্টা ঘরে চলা এই অবরোধে দেশের সকল জেলার সঙ্গে বাসচলাচল বন্ধ রয়েছে। দীর্ঘক্ষণ পরিবহনে বসে থাকতে দেখে নানা ভোগান্তি লক্ষ্য করা গেছে যাত্রীদের।
রিকসা বা ইজিবাইক আটকে দেয়ার কারণে অনেককেই হেঁটে গন্তব্যস্থানে যাতায়াত করতেও দেখা গেছে।
যশোর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের ছয় দাবিতে মণিহার এলাকা অবরোধ করেছে। এতে চারটি সড়কে লম্বা যানজট সৃষ্টি হয়েছে। আমরা শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে সড়ক থেকে সরিয়ে দিতে কথা বলছি।’