সত্যপাঠ রিপোর্ট
যশোর শহরে এই দিবসে উৎসবের মাত্রাটা একটু বেশী। ভোর হতে না হতেই এই জনপদে শুরু হয় নতুন বর্ষকে বরণ করে নিতে আনন্দ উৎসব। ছোটবড় অন্তত ৩০টি সংগঠনের উদ্যোগে এবারের বর্ষবরণের মহানন্দ অনুষ্ঠান।
সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বর্ষবরণে প্রায় সব সংগঠনে থাকবে মিষ্টি মুখের ব্যবস্থা। বিভিন্ন সংগঠন নিজ নিজ অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি সম্মিলিত উদ্যোগে বের হবে ‘বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা। সকাল ৯ টায় কালেক্টরেট চত্বর থেকে থেকে জেলা প্রশাসনের ব্যানারে এই শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে।
সংগঠনগুলোর সকল প্রস্তুতি শেষে আজ নিজ নিজ উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান করবে। নববর্ষ উদযাপন উপলক্ষ্যে নান্দনিক পত্রে আমন্ত্রণ জানানোর কাজ শেষ হয়েছে।
উদীচী, যশোর : দীর্ঘ ৪৮ বছরের ধারাবাহিকতায় পৌর উদ্যানে বর্ষবরণ উৎসবে মাতবে উদীচী শিল্পী-গোষ্ঠী। দিনব্যাপী থাকবে তাদের অনুষ্ঠানমালা। প্রথম পর্বের ৬ টা ৩১ মিনিট থেকে সকাল দশটা পর্যন্ত এবং বৈকালিক অনুষ্ঠান বিকেল ৪ টা ৩১ থেকে রাত্রি আটটা পর্যন্ত। তিন শতাধিক ছেলে মেয়ে শিক্ষার্থী অংশ নেবে গোটা অনুষ্ঠানে। থাকবে সংগীত, নৃত্য ও আবৃত্তি। গোপালগঞ্জ উদীচী থেকে আমন্ত্রিত শিল্পীরা পরিবেশন করবে গীতিনাট্য ‘নকশি কাঁথার মাঠ’।
সুরবিতান সঙ্গীত একাডেমি : দেশের প্রাচীনতম সাংস্কৃতিক সংগঠন সুরবিতান একাডেমির প্রভাতি অনুষ্ঠান ঐতিহাসিক টাউন হল ময়দানের শতাব্দী বটমূলে সকাল সাড় ৬ টায়। দুই শতাধিক শিক্ষার্থী ছাত্র-ছাত্রীর পরিবেশিত অনুষ্ঠানের ডালিতে রয়েছে হারানো দিনের গান, নজরুল, রবীন্দ্রনাথসহ পাঁচ গীতি কবি গান, নৃত্য ও আবৃত্তি। এছাড়া সংগঠন কার্যালয়ে মিষ্টিমুখের আয়োজন।
বিবর্তন ও সুরধনী : সু প্রতিষ্ঠিত নাট্য সংগঠন বিবর্তন ও সুরধনী সংগীত নিকেতন বরাবরের মতো এবারও যৌথভাবেই বর্ষবরণের অনুষ্ঠান করবে। নবকিশলয় স্কুল প্রাঙ্গণে। প্রভাতি অনুষ্ঠান ৬ টা ১ মিনিটে এবং বৈকালিক অনুষ্ঠান ৪ টা ৪৫ মিনিটে। সংগীত আবৃত্তি নৃত্য পাশাপাশি পরিবেশিত হবে নাটক। প্রভাতে অনুষ্ঠানে শিশুদের নাটক কাজী নজরুল ইসলামের ‘পুতুলের বিয়ে’ এবং বৈকালিক অনুষ্ঠানে বড়দের নাটক বাদল সরকারের ‘মনের আয়না’। এছাড়াও সংগঠন দুটির কার্যালয়ে মিষ্টি মুখের আয়োজন সকাল ১০ টা থেকে।
পুনশ্চ যশোর : মুসলিম একাডেমি মাঠে সকাল সাড়ে ছয়টায় এবং বিকাল সাড়ে ৪ টায় ২ পর্বের অনুষ্ঠানে থাকবে। সংগীত নৃত্য ও আবৃত্তি। দুই শতাধিক ছেলে মেয়ে অংশ নেবে এই অনুষ্ঠানে। সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত অধ্যাপক সুকুমার দাস এর হাতে গড়া পুনশ্চ বরাবরের মতোই অনুষ্ঠান আয়োজনে সকলেরই নজর কাড়বে।
যশোর সাহিত্য পরিষদ : জেলা পরিষদ সংলগ্ন কবি সাহিত্যিকদের মহামিলন কেন্দ্র সাহিত্য পরিষদের বর্ষবরণ অনুষ্ঠান সকাল সাড়ে ১০ টায়। খই, মুড়ি, বাতাসা, গজা-কদমা দিয়ে আপ্যায়ন জানানোর পাশাপাশি কার্যালয়ের নিজস্ব মঞ্চে পরিবেশিত হবে আবৃত্তি ও সঙ্গীত।
ইনস্টিটিউট নাট্যকলা সংসদ : ঐতিহ্যমণ্ডিত এবং প্রাচীনতম নাট্য সংগঠন ইনস্টিটিউট নাট্যকলা সংসদের আয়োজনে বর্ষবরণ উৎসবে থাকছে মিষ্টি মুখের আয়োজন। সকাল ন’টা থেকেই কার্যালয় প্রাঙ্গণে এই আয়োজনে নাট্য কর্মীসহ সকলকেই আমন্ত্রিত।
নৃত্য বিতান : নৃত্য বিতান যশোরের আয়োজনে সকাল ৯ টা থেকে সংগঠন কার্যালয়ে মিষ্টিমুখের আয়োজন। বর্ষবরণের সাংস্কৃতিক অনুষ্ঠান আগামীকাল বিকাল সাড়ে ৪ টায় টাউন হল ময়দানের শতাব্দী বটবৃক্ষ তলে।
তির্যক যশোর : ‘আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও’ এমন আহ্বান জানিয়ে তির্যক যশোরের আয়োজনে প্রিপারেটরী বিদ্যালয় মাঠে বিকেল ৫ টায় হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
যশোর সংস্কৃতিকেন্দ্র : বিকেল চারটায় ঈদগাহ ময়দানে যশোর সংস্কৃতি কেন্দ্রের বর্ষবরণের অনুষ্ঠান। এতে অংশ নেবে যশোর সাংস্কৃতিক সংসদ, জীবন তরী সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ, মুন্সি মেহেরুল্লা সাংস্কৃতিক সংসদ, সূর্যোদয় শিল্পীগোষ্ঠী, নজরুল সাহিত্য পরিষদ, যশোর থিয়েটার, তরঙ্গ শিল্পীগোষ্ঠী, ফুলকুড়ি আসর, রেনেসাঁ শিল্পীগোষ্ঠী, প্রতিফলন শিল্পীগোষ্ঠী ও তারার মেলা শিল্পীগোষ্ঠী।
এছাড়া ব্যঞ্জন থিয়েটার, থিয়েটার ক্যানভাস ও সপ্তসুরসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে পালিত হবে বর্ষবরণ উৎসব।
এছাড়াও রাজনৈতিক দল বিএনপি যশোর জেলা শাখার আয়োজনে পালিত হবে বর্ষবরণ উৎসব। দিনব্যাপী দলীয় কার্যালয় উৎসবে থাকবে মিষ্টিমুখসহ দানা আয়োজন।