Thursday, April 24, 2025
Homeআঞ্চলিকচৌগাছায় দুটি ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, পল্লবী ক্লিনিকের মালিককে ১ লক্ষ...

চৌগাছায় দুটি ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, পল্লবী ক্লিনিকের মালিককে ১ লক্ষ টাকা জরিমানা,মায়ের দোয়া ক্লিনিক সাময়িক বন্ধ ঘোষণা

চৌগাছা পৌর প্রতিনিধি

যশোরের চৌগাছায় অভিযান চালিয়ে ভূয়া পদবী ব্যবহার করায় পল্লবী ক্লিনিকের মালিক মিজানুর রহমানকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এর আগে মায়ের দোয়া ক্লিনিকে উপযুক্ত সংষ্কার না থাকায় ক্লিনিকটি সাময়িক বন্ধ ঘোষনা করে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিন জাহান। এসময় উপস্থিত ছিলেন যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল মিজান রুমি এবং চৌগাছা থানার পুলিশ।

চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে মায়ের দোয়া ও পল্লবী ক্লিনিকে অভিযান চালানো হয়। তিনি বলেন, প্যাথলজিক্যাল পরীক্ষা নিরীক্ষায় মেয়াদ উত্তীর্ণ যন্ত্রপাতি ব্যবহারের প্রমান পাওয়া যায়। এ কারনে মায়ের দোয়া ক্লিনিকটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

পল্লবী ক্লিনিকে অভিযানের সময় মালিক মিজানুর রহমানের বিরুদ্ধে ভূয়া পদবী ব্যবহার করার প্রমান পাওয়া যায়। নিজ নামে ভূয়া পদবী ব্যবহার করার অভিযোগে ১ লাখ টাকা জরিমানা করা হয়। টাকা অনাদায়ে ৩ মাসের কারাদন্ডাদেশ দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট। এসময় ভূয়া পদবী ব্যবহার না করার অঙ্গিকার ও নগদ টাকা পরিশোধ করে কারাদন্ড থেকে মুক্তি পায় ক্লিনিকের মালিক মিজানুর রহমান।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিন জাহান বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে মেয়াদ উত্তীর্ণ যন্ত্রপাতি ব্যবহার করে ক্লিনিক পরিচালনা করায় এলাকার মানুষ স্বাস্থ্যঝুঁকিতে ছিল। এবং নিজের নামে ভূয়া পদবী ব্যবহার করে রোগীদের সাথে প্রতারণা করার অভিযোগ ছিল। এসব খবর পেয়ে অভিযান চালানো হয়েছে।

এই বিভাগের আরো সংবাদ

আলোচিত