Saturday, March 15, 2025
Homeআঞ্চলিককেশবপুরে সড়কে সীমাহীন দুর্ভোগ

কেশবপুরে সড়কে সীমাহীন দুর্ভোগ

অলিয়ার রহমান, কেশবপুর

যশোরের কেশবপুর পৌরসভার গোলাঘাটা মোড়-বিদ্যানন্দকাটি রাসবিহারী মাধ্যমিক বিদ্যালয় সড়কটির আরসিসি ঢালাই কাজ এক বছরেও শেষ না হওয়ায় সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের। ১ হাজার ৪৫০ মিটারের এ সড়কের গোলাঘাটা মোড়স্থ কালভার্টটির ওপর দিয়ে চলাচলে অনুপযোগীর কারনে মাত্র ১০ মিটার রাস্তার ঢালাই কাজ বন্ধ থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পৌরসভার গোলাঘাটা মোড় থেকে বিদ্যানন্দকাটি রাজবিহারী মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত ১ হাজার ৪৫০ মিটার দৈঘর্যর আরসিসি রাস্তা নির্মাণে দরপত্র আহ্বান করা হয়। লাইট ও প্লাসেটিংসহ সড়কটি নির্মাণে ৩ কোটি ২৯ লাখ টাকা চুক্তিমূল্য নির্ধারণ করা হয়। কাজটি যৌথভাবে পান মেসার্স মোজাহার এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মোজাহার আলী ও বনান্তর এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী আবু সাঈদ। গত ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি ঢালাই কাজ শুরু করেন ঠিকাদারী এ দুটি প্রতিষ্ঠান। সিডিউল অনুযায়ী চলতি বছরের গত ২৮ ফেব্রুয়ারি সড়কটির ঢালাই কাজ শেষ হওয়ার কথা। সড়কের উভয় পাশে পানি থাকায় কাজের মেয়াদ আগামী ১২ মে পর্যন্ত বাড়ানো হয়।

জানা গেছে, উপজেলার দক্ষিণ অঞ্চলের অধিকাংশ মানুষ তাদের জরুরী কাজ মেটাতে গোলাঘাটা-বিদ্যানন্দকাটি রাসবিহারী মাধ্যমিক বিদ্যালয় সড়কটি যাতায়াতের মাধ্যম হিসাবে ব্যবহার করে থাকেন। এ সড়কটি প্রাচীন কাল থেকেই কেশবপুর পৌরসভার বাজিতপুর, সরফাবাদ গ্রাম ও উপজেলার মির্জাপুর, মজিদপুর, মঙ্গলকোট, বাউশলা, হিজেলডাঙ্গাসহ প্রায় অর্ধ শতাধিক গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নিত্যদিনের প্রয়োজন মেটাতে এ রাস্তা দিয়ে কেশবপুরে যাতায়াত করে থাকেন। সড়কটি মানুষের পথ চলাচলের একমাত্র মাধ্যম হলেও মাত্র ১০ মিটার রাস্তার ঢালাই না হওয়ায় সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের।

সরেজমিনে দেখা গেছে, গোলাঘাটার-বিদ্যানন্দকাটি রাসবিহারী মাধ্যমিক বিদ্যালয় সড়কটি আরসিসি ঢালাই কাজ প্রায় শেষ। যশোর-সাতক্ষীরা সড়ক থেকে ওই সড়কে যেতেই ৪ থেকে ৫ ফুট নীচু। গোলাঘাটা মোড়স্থ কালভার্টটির ওপর দিয়ে চলাচলে একবারে অনুপযোগী। কালভার্টটি সংস্কার না হওয়ায় মাত্র ১০ মিটার রাস্তার ঢালাই কাজ শেষ করতে পারছে না ঠিকাদারী প্রতিষ্ঠান। এ কারনে মালবাহী ভ্যান, মটরসাইকেল, ভ্যানগাড়িসহ কোনো ভারী যানবাহন চলাচল করতে পারছে না পুরাতন কালভার্ট ভেঙে পড়ার ভয়ে।

মঙ্গলকোট গ্রামের ভ্যান চালক আকবার হোসেন বলেন, সড়কের অল্প জায়গা ঢালাই দেওয়া হয়নি। এর ফলে এ রাস্তা দিয়ে মাল বোঝাই ভ্যান নিয়ে চলাচল করতে খুবই কষ্ট হয়।

বনান্তর এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী আবু সাঈদ বলেন, গোলাঘাটা মোড়স্থ কালভার্টটির ওপর দিয়ে চলাচলে অনুপযোগী ও সড়কের উভয় পাশে পানি থাকায় কাজ বন্ধ রয়েছে। কালভার্টটি ঠিক হলে দ্রুত সড়কটির কাজ শেষ করা হবে।

পৌরসভার সহকারী প্রকৌশলী গোলাম মোরশেদ (আইইউজিআইপি) বলেন, কালভার্টটি সংস্কারের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চাহিদা পাঠানো হয়েছে। সংস্কার শেষে রাস্তার বাকী কাজ শেষ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক জাকির হোসেন বলেন, ওই সড়কের কালভার্টটি সংস্কারের প্রয়োজন। এজন্য একটু সময় লাগছে।

এই বিভাগের আরো সংবাদ

আলোচিত