চৌগাছা প্রতিনিধি
যশোরের চৌগাছা প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের উদ্যেগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে রমজানের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব চৌগাছার আহবায়ক দৈনিক যশোর বার্তার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শিহাব উদ্দিনের সভাপতিত্বে আলোচনা করেন থানা অফিসার ইনচার্জ (তদন্ত) কামাল হোসেন, প্রেসক্লাব চৌগাছার সাবেক সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, সদস্য সচিব মুকুরুল ইসলাম মিন্টু, সাবেক সাধারন সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, চুড়ামনকাটি প্রেসক্লাবের সভাপতি ওহিদুজ্জামান মিলন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, চৌগাছা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক এম হাসান মাহমুদ প্রমুখ।
এ সময় সাংবাদিক খলিলুর রহমান জুয়েল, মাসুদ পারভেজ, টিপু সুলতান, ইঞ্জিঃ রাজু আহমেদ, আসিফ ইকবাল রকি, ইমাম হোসেন সাগর, হাবিবুর রহমান সিজার, ফারুক আহমেদ, সাপ্তাহিক চৌগাছার সম্পাদক খাজা ফজিল আইচ উজ্জল, এম শাহিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চৌগাছা শাখার আহবায়ক রেজওয়ান হাসান রিতমসহ সাংবাদিক, ব্যবসায়ী, ছাত্রআন্দোলনের নেতৃবৃন্দ, থানা পুলিশের কর্মকর্তাসহ নানা শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে মরহুম সাংবাদিক শাহাদৎ হোসেন, রেজাউল ইসলাম, এবি সিদ্দিক মন্টুর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। একই সাথে চৌগাছার প্রবীন পত্রিকা পরিবেশ (হকার) ব্রেন স্টোকে আক্রান্ত মারাত্মক অসুস্থ্য শফি উদ্দিনের সুস্থ্যতা কামনা করে দোয়া হয়।