কেশবপুর প্রতিনিধি
যশোরের কেশবপুরে দুর্বৃত্তরা বুলু সরদার (৪৫) নামে এক কৃষকের ৯৩ শতক জমির বোরো ধান পুড়িয়ে দিয়েছে। উপজেলার মঙ্গলকোট বিলে রাতের আঁধারে ঘাস মারা ওষুধ ¯েপ্র করে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। ঘটনা উল্লেখ করে ওই কৃষক থানায় লিখিত অভিযোগ দেওয়াসহ কৃষি অফিসকে বিষয়টি অবগত করেছেন। পুলিশ ও কৃষি অফিসের পক্ষ থেকে ওই ধান ক্ষেতটি পরিদর্শন করা হয়েছে।
অভিযোগ ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার মঙ্গলকোট গ্রামের কৃষক বুলু সরদারের (৪৫) বিলের ৯৩ শতক জমিতে গত ১২ মার্চ রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা ঘাস মারা ওষুধ ¯েপ্র করে পুড়িয়ে দেয়। সকালে ওই কৃষক ক্ষেতের ধান গাছ পুড়ে লালচে হয়ে গেছে দেখতে পান। ওই কৃষক বিষয়টি কৃষি অফিসে এসে জানালে বৃহ¯পতিবার কৃষি কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বুঝতে পারেন ঘাস মারা ওষুধ দিয়ে ওই ধান ক্ষেতটি পুড়িয়ে দেওয়া হয়েছে।
এদিকে থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ শনিবার ওই ধান ক্ষেতটি পরিদর্শন করেন। রোববার সরেজমিন ওই ক্ষেতে গেলে কৃষক বুলু সরদারের ভাই হাফিজুর রহমান বলেন, ক্ষেতের ধান হারিয়ে তার ভাই হতবাক হয়ে পড়েছেন। এই ৯৩ শতক জমিতে প্রায় ৮০ মণ বোরো ধান উৎপাদন হতো। কিন্তু দুর্বৃত্তরা ঘাস মারা ওষুধ ¯েপ্র করে ক্ষেতের ধান শেষ করে দিয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়েই কৃষি অফিসের পক্ষ থেকে ওই কৃষকের ধানের ক্ষেত পরিদর্শন করা হয়। ঘাস মারা ওষুধ ¯েপ্র করে ধান ক্ষেতটি পুড়িয়ে দেওয়ায়, ক্ষেতের ধান আর রক্ষা করা সম্ভব হবে না। এতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান বলেন, অভিযোগ পেয়ে ওই ধান ক্ষেতটি পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।