Wednesday, February 5, 2025
Homeআঞ্চলিকযশোরে ধর্মীয় সাড়াম্বরে সনাতন ধর্মের বিদ্যার দেবি সরস্বতীর পূজা উদযাপিত

যশোরে ধর্মীয় সাড়াম্বরে সনাতন ধর্মের বিদ্যার দেবি সরস্বতীর পূজা উদযাপিত

বিশেষ প্রতিনিধি

যশোরে ধর্মীয় সাড়াম্বরে সনাতন ধর্মের বিদ্যার দেবি সরস্বতীর পূজা উদযাপিত হয়েছে। সোমবার সকাল থেকে পূজা শুরু হয়। সরকারি এম এম কলেজ, সিটি কলেজ, মহিলা কলেজ, জেলা আইনজীবী সমিতি, জিলা স্কুল, সরকারি বালিকা বিদ্যালয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতীর আরাধনা করা হয়েছে। বাণী অর্চনার মাধ্যমে পূজা শুরু হয়। তারপর অঞ্জলি, হোমযজ্ঞ শেষে প্রসাদ বিতরণ করা হয়।

যশোর সরকারি এম এম কলেজে পূজা কমিটির আহবায়ক প্রফেসর মদন কুমার সাহার নেতৃত্বে পূজায় অংশ নেন সহযোগি অধ্যাপক অনুপ কুমার দাস, হরেকৃষ্ণ দাস, বিদ্যুৎ কুমার কুন্ডুসহ সনাতন ধর্মের সকল শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

যশোর সরকারি সিটি কলেজে পূজা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর দেলোয়ার হোসেন মোল্ল্যা। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ ও শিক্ষক পরিষদের সম্পাদক মাহমুদুর রহমান। অনুষ্ঠানের আহবায়ক রাম প্রসাদ মন্ডলের সভাপতিত্বে এ সময় শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

যশোর সরকারি মহিলা কলেজে পূজা কমিটির আহবায়ক মহিতোষ কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পূজা কমিটির সদস্য দিপ্তী মিত্র, দেব প্রসাদ হালদার, শাপলা সরকার ও রাজিব কুমার বসু।

যশোর জেলা আইনজীবী সমিতিতে পূজায় অংশ নেন সরস্বতী পূজা কমিটির আহবায়ক অ্যাডভোকেট স্বপন কুমার ভদ্র, যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট নব কুমার কুন্ডু, অ্যাডভোকেট উদায়ন বিশ্বাস, সদস্য সচিব অ্যাডভোকেট শান্তনু সরকার পল্টন, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট অজিত কুমার দাসসহ আইনজীবীবৃন্দ।

ডা. আব্দুর রাজ্জাক মিউনিস্যাপাল কলেজে সরস্বতী পূজার উদ্বোধন করেন অধ্যক্ষ জে এম ইকবাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পূজা কমিটির আহবায়ক সহকারি অধ্যাপক উত্তম কুমার পাল, সহকারি অধ্যাপক ড. তপন কুমার গাঙ্গুলী, প্রভাষক গৌতম কুমার ঘোষ, প্রভাষক সুপ্রিয়া ঘোষ, প্রভাষক জয়দেব কুমার মজুমদার, প্রভাষক ইন্দ্রজিৎ রায় ও ক্রীড়া শিক্ষক ধ্রুব জ্যোতি দে প্রমুখ।

যশোর জিলা স্কুলে পূজায় অংশ নেন সিনিয়র শিক্ষক অশোক কুমার দে, বিধান চন্দ্র রায়, উদয় প্রকাশ কুন্ডু, তৃপ্তী রানী সরকার, উত্তম কুমার মন্ডল প্রমুখ।

যশোর সরকারি বালিকা বিদ্যালয়ে পূজার উদ্বোধন করেন প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র দেবনাথ। এ সময় উপস্থিত ছিলেন সহকারি প্রধান শিক্ষক (প্রভাতি) মেঘবালা অধিকারী, সহকারি প্রধান শিক্ষক (দিবা) মৃণালিনঅ ভদ্র, সিনিয়র শিক্ষক অমিতা গুপ্ত ও রাজু বিশ্বাস।

এই বিভাগের আরো সংবাদ

আলোচিত