Wednesday, February 5, 2025
Homeজাতীয়ভবদহের জলাবদ্ধতা: চার দশকের দুর্ভোগ, স্থায়ী সমাধান কবে?

ভবদহের জলাবদ্ধতা: চার দশকের দুর্ভোগ, স্থায়ী সমাধান কবে?

নিজস্ব প্রতিবেদক: যশোরের ভবদহ অঞ্চল দীর্ঘ চার দশক ধরে জলাবদ্ধতার অভিশাপে বিপর্যস্ত। অভয়নগর, মনিরামপুর, কেশবপুর, ডুমুরিয়া ও ফুলতলার কিছু অংশজুড়ে বিস্তৃত ৩৩০ কিলোমিটার এলাকায় প্রায় ৩ লাখ মানুষ জলাবদ্ধতায় ভুগছেন। সাম্প্রতিক মৌসুমি ভারী বৃষ্টিপাতের ফলে এ দুর্ভোগ আরও প্রকট আকার ধারণ করেছে। বর্তমানে ৩৫টি গ্রাম পানির নিচে, ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার কৃষকের ২৫ হাজার হেক্টর জমির ফসল। মাছের ঘের প্লাবিত হয়ে গেছে, চরম অর্থনৈতিক সংকটের মুখে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

সমস্যার শেকড় কোথায়?

ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনের জন্য ১৯৬১ সালে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ৪৪টি স্লুইসগেট স্থাপন করা হয়। তবে সময়ের ব্যবধানে ২১টির মধ্যে ১৮টি পলি জমে অকেজো হয়ে গেছে। ফলে মুক্তেশ্বরী, শ্রীহরি ও টেকা নদীর নাব্যতা হারিয়ে গেছে। এক সময় ভবদহ বিল দিয়ে ২৭টি বিলের পানি স্বাভাবিকভাবে নদীতে প্রবাহিত হতো, কিন্তু ১৯৮১ সালের পর জোয়ারের সঙ্গে আসা পলি স্লুইসগেটের মুখ বন্ধ করে দেয়। ফলে নদীর গতিপথ সরু হয়ে পড়ে এবং সামান্য বৃষ্টিতেই এলাকা প্লাবিত হয়।

চলমান পরিস্থিতি ও সংকট

চলতি বর্ষা মৌসুমে কেশবপুর, মনিরামপুর, অভয়নগর ও ডুমুরিয়ার লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। ৬০ শতাংশ বসতবাড়িতে পানি ঢুকে গেছে। বিশুদ্ধ খাবার পানি ও সুয়ারেজ ব্যবস্থার অভাবে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) বাস্তবায়ন, আমডাঙা খাল খনন এবং বিল খুকশিয়ার ওয়াপদার স্লুইসগেটের পলি অপসারণ এখন সময়ের দাবি।

ব্যর্থতা ও প্রশাসনিক গাফিলতি

ষাটের দশকে ভবদহ থেকে বারোহাটি নদীর প্রস্থ ছিল ১৫০-২০০ মিটার, যা বর্তমানে মাত্র ১৫-২০ মিটারে নেমে এসেছে। গভীরতাও মাত্র ৩-৫ ফুট। বিগত সরকার ‘ডেলটা ২১’ প্রকল্প হাতে নিলেও ভবদহের জলাবদ্ধতা নিরসনে কোনো দৃশ্যমান সুফল মেলেনি। লালফিতার দৌরাত্ম্য ও স্থানীয় প্রভাবশালীদের স্বার্থের কারণে এ সমস্যা আজও অমীমাংসিত।

ভবদহ এখন যশোরের মরণফাঁদ

স্বাধীনতার পর থেকে জলাবদ্ধতা নিরসনে একাধিক প্রকল্প গ্রহণ করা হলেও অধিকাংশই ছিল অপরিকল্পিত ও ত্রুটিপূর্ণ। দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে প্রকৃত সমাধান অধরাই থেকে গেছে। অবিলম্বে কার্যকর ব্যবস্থা না নিলে ভবদহ বিলের জলাবদ্ধতা আরও ভয়াবহ রূপ নেবে, যা স্থানীয় অর্থনীতি ও জনজীবনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে। ভবদহের মানুষের একটাই প্রশ্ন—দীর্ঘ চার দশকের এ দুর্ভোগের স্থায়ী সমাধান কবে?

এই বিভাগের আরো সংবাদ

আলোচিত