Friday, May 16, 2025
Homeআঞ্চলিককালিগঞ্জে বিএনপি নেতা রাব্বি’র পরিবারের পাশে ডা. শহিদুল আলম

কালিগঞ্জে বিএনপি নেতা রাব্বি’র পরিবারের পাশে ডা. শহিদুল আলম

কালিগঞ্জ প্রতিনিধি

কালিগঞ্জের মৌতলা ইউনিয়নের উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক (সাবেক) কাজী রাবিব হোসেনের মায়ের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ করলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ডক্টস অ্যাসোসিয়নের (ডাব) এর সহ-সভাপতি ডা. শহিদুল আলম। গত সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় মৌতলা ইউনিয়নের কাজী রাব্বির মায়ের কবর জিয়ারত করলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাঃ শহিদুল আলম।

এ সময় রাবিব হোসেনের মায়ের কবর জিয়ারত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির (সাবেক) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বতমান জেলা কমিটির সদস্য নুরুজ্জামান, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ- ডিইএব সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী ফয়সাল কবির, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য রাজু আহমেদ, দেবহাটা উপজেলা বিএনপির (সাবেক) সফল সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, কালিগঞ্জ উপজেলা (সাবেক) ছাত্র বিষয়ক সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও বিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন,

উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল আজিজ, সেচ্ছাসেবক দলের আহবায়ক সেলীম, ছাত্র দলের সভাপতি সাদ্দাম হোসেন, সদস্য সচিব পারভেজ, মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদাউস মোড়ল, ইউপি সদস্য মির্জা ছাদেক আলী, মৌতলা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শেখ তৈয়নুর রহমান, মৌতলা ইউনিয়নের ছাত্র দলের সভাপতি রাজু আহমেদ, আলমগীর, পলাশ সহ বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। কাজী রাবিব হোসেনের মায়ের আত্মার মাগফিরাতের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ আব্দুল্লা।

এই বিভাগের আরো সংবাদ

আলোচিত