Monday, May 12, 2025
Homeআঞ্চলিক শৈলকুপায় বিএনপির আলোচনা সভা

 শৈলকুপায় বিএনপির আলোচনা সভা

 শৈলকুপা প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সংস্কার প্রস্তাব’ যা তিনি ‘জাতির মুক্তির সনদ’ হিসেবে ঘোষণা দিয়েছেনÍতা বাস্তবায়নের লক্ষ্যে ঝিনাইদহের শৈলকুপায় এক উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার ত্রিবেণী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে এ আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

সভায় বক্তারা বলেন, রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সংকটময় মুহূর্তে তারেক রহমানের ৩১ দফা শুধু বিএনপির কর্মসূচি নয়, এটি জাতির সার্বিক মুক্তির রূপরেখা।

আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু। তিনি বলেন, তারেক রহমান আজ দেশের ভবিষ্যৎ বিনির্মাণের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। তাঁর ঘোষিত ৩১ দফা একটি ঐতিহাসিক দলিল, যা এদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন গৃহবন্দি ও চিকিৎসাবঞ্চিত রেখে গণতন্ত্রকে স্তব্ধ করার চেষ্টা চালিয়েছে। কিন্তু খালেদা জিয়া এখন গণতন্ত্রের প্রতীক হয়ে উঠেছেন। তাঁর হাতকে শক্তিশালী করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা আসাদুজ্জামান আসাদ, উপদেষ্টা মনিরুল ইসলাম হিটু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাকারিয়া মিলন এবং সহ-সাংগঠনিক সম্পাদক তোজাম হোসেন মন্ডল প্রমুখ।

আলোচনা সভার সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির ৪ নম্বর ওয়ার্ড সভাপতি সিরাজুল ইসলাম সন্তোষ।

এই বিভাগের আরো সংবাদ

আলোচিত