Tuesday, May 13, 2025
Homeআঞ্চলিকযশোরে সিটি কলেজপাড়ার সন্ত্রাসী রাসেল আটক

যশোরে সিটি কলেজপাড়ার সন্ত্রাসী রাসেল আটক

সত্যপাঠ ডেস্ক

যশোর শহরের সিটি কলেজ পাড়ার চিহ্নিত সন্ত্রাসী রাসেলকে বার্মিজ চাকুসহ আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। রাসেল ওই এলাকার ইনসান মিয়ার ছেলে। সোমবার রাতে মোল্লাপাড়া আমতলা এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।

রাসেলের বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাই, চুরি, হত্যা চেষ্টা, মাদকসহ নয়টি মামলা রয়েছে। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কোতয়ালি থানার এসআই সবুজ বিশ্বাস জানান, সোমবার রাত সাড়ে সাতটার দিকে তাদের কাছে খবর আসে এক যুবক দেশীয় অস্ত্র প্রদর্শন করে ওই এলাকায় জনমনে আতঙ্ক সৃষ্টি করছে।

তাৎক্ষনিক তার নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে হাজির হয়ে রাসেলকে আটক করে। পরে এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করে মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়। তিনি আরও জানান, রাসেলের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই।

এই বিভাগের আরো সংবাদ

আলোচিত