সত্যপাঠ রিপোর্ট
যশোরে এক কিশোরীকে অপহরণের অভিযোগে বাবা ও ছেলের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। মামলাটি করেছেন ভিকটিম অহনা রহমানের বোন চুরামনকাটি বাজার এলাকার তানিয়া রহমান।
এ মামলায় যশোর শহরের পুরাতন কসবা নিড়িবিলি পাড়ার এম এল নাহিন ও তার বাবা ইকরামুল হকসহ অজ্ঞাত আরও ২/৩ জনকে আসামি করা হয়েছে।
মামলায় বাদী উল্লেখ করেছেন, অহনা এসএসসি পরীক্ষার্থী। অহনা স্কুলে যাওয়া আসার পথে নাহিন বিভিন্ন সময় উক্ত্যক্ত ও বিভিন্ন প্রলোভন দেখাতো। বিষয়টি বাদী জানতে পেরে নাহিনের বাবাকে জানান।
কিন্তু নাহিনের বাবা কর্ণপাত না করে উল্টো তার ছেলেকে উস্কে দেন। গত ১৭ মার্চ সকালে অহনা চুড়ামনকাটির একটি দোকানে কেনাকেটা করতে আসেন। এমন সময় নাহিন একটি প্রাাইভেটকার নিয়ে সেখানে যেয়ে জোর করে অহনাকে অপহরণ করে নিয়ে যায়। পরে বাদী বোনকে ফেরত পেতে নাহিনের বাড়িতে যান।
এমনকি তার বাবা ইকরামুলকে বিষয়টি জানালে তিনি উত্তেজিত হয়ে বাদীর সাথে খারাপ আচরণ করেন। নানা ধরনের ভয়ভীতি দেখান। বাধ্য হয়ে তিনি কোতোয়ালি থানায় মামলা করেন।