শ্যামনগর প্রতিনিধি
প্রশাসনিক কর্মকর্তা সঠিকভাবে তদন্ত করায় প্রতিপক্ষের হযরানি তেকে স্বস্তি ফিরে পেলো জমির ডিড মালিকগণ। স্থানীয় সুত্রে জানা যায় শ্যামনগর উপজেলার যাদবপুর গ্রামের মৃত রহিম শেখের পুত্র সাঈদ হয়রানির উদ্দেশ্য ষড়যন্ত্রমুলক ডিড মালিক দাবী করে একই পরিবারের ডিড মালিক মৃত আবুল হোসেনের পুত্র শেখ সালাউদ্দীন ও শেষ নাজমুল হোসেনের পুত্র জাহিনুল ইসলামের বিরুদ্ধে ০৭/০২/২০২৫ তারিখ শ্যামনগর থানায় অভিযোগ করে।
এ অভিযোগের প্রেক্ষিতে থানা থেকে তদন্ত কর্মকর্তা এস আই মঞ্জুরুল কবির স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও উভয় পক্ষের উপস্থিতিতে তদন্ত করে অভিযোগ মিথ্যা ও ষড়যন্ত্রমুলক প্রমানিত হয়। এরপর উক্ত প্রতিপক্ষ মৎস্য ঘেরের পানি প্রবেশের পথ বন্ধ করে। যার ফলে ঘেরের মাছ মারা যায়। তার এ অনৈতিক কার্যক্রমে বাধা দেওয়ায় ১৭/০২/২০২৫ তারিখ আদালতে ১৪৫ ধারায় ২৪৪ নং মামলা করে।
এ মামলায় আদালতের নির্দেশে শ্যামনগর উপজেলার নকিপুর তপশীল অফিসের নাযেব ফজলুর রহমান তার সহকারী আইনাল হোসেন ও আশরাফুল কে সাথে নিয়ে ১৮/০৩/২০২৫ তারিখ ঘটনাস্থলে হাজির হয়ে তদন্ত করেন। এ সময় জমির মালিকগণ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সঠিক তদন্তে উক্ত সাঈদ এর কার্যক্রম ষড়যন্ত্রমূলক প্রমানিত হওয়ায় ডিড মালিকদ্বয় শান্তি ফিরে পেয়েছেন।