সত্যপাঠ ডেস্ক
আগামি ১০ এপ্রিল থেকে ঐতিহ্যবাহী টাউন হল মাঠে শুরু হচ্ছে ‘যশোর শিল্প ও বাণিজ্য মেলা ২০২৫’। যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে মাসব্যাপী এই মেলায় দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে।
রোববার দুপুরে আনুষ্ঠানিকভাবে এ মেলার অবকাঠামোগত কাজের উদ্বোধন করা হয়েছে। মেলার আয়োজকরা জানিয়েছেন, বাণিজ্যিক উদ্যোগ বিকাশের পাশাপাশি স্থানীয় উদ্যোক্তাদের পণ্য ও সেবা তুলে ধরতে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেলায় দেশীয় উৎপাদিত পণ্য, বৈচিত্র্যময় হস্তশিল্প, তথ্যপ্রযুক্তি সামগ্রী, ইলেকট্রনিকস, আসবাবপত্রসহ বিভিন্ন পণ্যের স্টল থাকবে। এ ছাড়া দর্শনার্থীদের জন্য থাকবে বিনোদনের নানা আয়োজন।
যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান জানান, ১৩ বছর পর যশোরবাসী বাণিজ্য মেলার ইমেজ নিতে যাচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিক ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে তিনি জানান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর চেম্বার অব কমার্সের কোষাধ্যক্ষ শাহজাহান আলী খোকন, যশোর ইন্সটিটিউটের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট শাহরিয়ার বাবু, পরিচালনা কমিটির প্রধান সম্বনয়ক শহিদুল ইসলাম চাঁন, সম্বনয়ক আলী আজগর, সম্বনয়ক সাজ্জাদ হোসেন বাবু, বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন, কামরুল ইসলাম কটু প্রমুখ।