বিশেষ প্রতিনিধি
যশোর আঞ্চলিক পাসপোর্ট অফিসে সহকারী পরিচালক সালেহ উদ্দিন বদলী হয়েছেন। তার স্থলাভিষিক্ত হয়েছেন উপ পরিচালক মেহেদী হাসান। তিনি বরিশাল আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে বদলী হয়েছেণ যশোর আঞ্চলিক পাসপোর্ট অফিসে।
সোমবার ৩০ জানুয়ারী উপপরিচালক মেহেদী হাসান অপরাহ্নে যোগদান করে। এর আগে ২৯ জানুয়ারী সহকারী পরিচালক সালেহ উদ্দিন যশোর অফিস থেকে বিদায়ী নিয়েছেন। তিনি ফরিদপুর জেলায় সহকারী পরিচালক পদে বদলী হয়েছেন বলে পাসপোর্ট অফিস সূত্রে বলা হয়েছে।
সালেহ উদ্দিন গত বছরের ১৯ সেপ্টেম্বর যশোর অফিসে সহকারী পরিচালক / অফিস প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অপরদিকে, নবাগত উপপরিচালক মেহেদী হাসান যোগদান করায় অফিসে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে নানা আশা সঞ্চালন হয়েছেন। যশোর জেলার বাসিন্দা নবাগত উপপরিচালকের কাছে কোন ধরনের সেবা পাবেন এখন দেখার অপেক্ষা মাত্র। উপপরিচালক মেহেদী হাসান এর আগের উপপরিচালক নুরুল হুদার ন্যায় চ্যানেল সিস্টেমে ফাইল জমা ও পাসপোর্ট প্রস্তুতে দায়িত্ব পালন করবেন কিনা এমন প্রশ্ন যশোরের বিভিন্ন পেশার মানুষের মধ্যে শুরু হয়েছে। যশোরের মানুষ নবাগত উপপরিচালকের কাছ থেকে যথাযথ সেবা পেতে আশায় বুক বেঁধে আছেন।