কাজী সিরাজুল ইসলাম গার্লস স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

0
20

মধুখালী প্রতিনিধি

ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের কাজী সিরাজুল ইসলাম গার্লস স্কুল এন্ড কলেজে সোমবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুিষ্ঠত হয়েছে। অত্র স্কুল এন্ড কলেজের সভাপতি কাদিরদী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক জাকির হোসেন মোল্যা’র সভাপতিত্বে দুদিন ব্যাপি অনুষ্ঠান স্কুল এন্ড কলেজ চত্বরে অনুষ্ঠিত হবে। ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য ও ফরিদপুর-১আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ¦ কাজী সিরাজুল ইসলাম ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা কৃষক লীগের সভাপতি মৃধা আকরামুজ্জামান রুকু, কামারখালী বাজার বণিক সমিতির সভাপতি ও অত্র প্রতিষ্ঠানের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী মতিউল ইসলাম মুরাদ । অনুষ্টান শুরুতে স্বাগতম বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানে সভাপতি কাদিরদী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ও আড়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন মোল্যা।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির ত্রান ও সমাজকল্যান বিষয়ক সদস্য ও প্রধান অতিথির একান্ত সচিব আসাদুল করিম, কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ও আড়পাড়া ইউনিয়নের সমাজসেবক জাহাঙ্গীর হোসেন মোল্যা বিপুল, মধুখালী পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলার কামরুজ্জামান বাবু, আড়পাড়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি দবির হোসেন খাঁন, আড়পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বাবর আলী শিকদার বাবু, আড়পাড়া ইউনিয়নের সমাজসেবক ওয়ালিউর রহমান, কামারখালী বাজার চাঁদতারা মসজিদের পেশ ইমাম মাওলানা আমিন উদ্দিন জিহাদী, মধুখালী উপজেলা নির্মান শ্রমিক ফ্উান্ডেশনের সভাপতি কারী ইসরাঈল হোসেন, মধুখালী থানা যুবলীগের প্রচার সম্পাদক মেজবাহ উদ্দিন, ভেল্লাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কামরুল আহসান মামুন, অবসর প্রাপ্ত সহকারী শিক্ষক এয়াকুব হোসেন আকুল, বোয়ালমারী থেকে আগত আইউব হোসেন, জিল্লুর রহমান, গাজনা পূর্ন চন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ জুমারত হোসেন সহ আরো অনেকে।

৩০ জানুয়ারী সোমবার ক্রীড়া হয় এবং ৩১ জানুয়ারী মঙ্গলবার সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে শত শত নারী-পুরুষ দর্শক এবং ছাত্রী ও ছাত্রীর অভিভাবক ক্রীড়া অনুষ্টানটি উপভোগ করেন।