সত্যপাঠ ডেস্ক
সরকারি ব্যাংকিং সেবা মানুষের দোর গোড়ায় পৌছে দিতে যশোরের সাতমাইল (বারীনগর) বাজারে অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এই ব্যাংক উদ্বোধন করেন হৈবতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সিদ্দিক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অগ্রণী ব্যাংক লিমিটেডের উপ মহাব্যবস্থাপক ও যশোর অঞ্চল প্রধান শেখ দীন মোহাম্মদ।
সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলের সভাপতিত্বে অনুষ্টানে আরো বক্তব্য দেন অগ্রণী দুয়ার সার্ভিস লিমিটেডের এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট গাফ্ফার খান, অগ্রণী ব্যাংকের যশোর অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক তাপস কুমার বিশ্বাস, ঝুমঝুমপুর শাখার ব্যবস্থাপক সঞ্জয় দাস, শেখহাটি শাখার প্রিন্সিপাল অফিসার ও ম্যানেজার হয়রত আলী, শেখহাটি শাখার সদ্য যোগদানকৃত ব্যবস্থাপক শাহাদত হোসেন, ইউপি সদস্য আলমীগর হোসেন, ব্যবসায়ী আবু তোহা প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ‘অগ্রণী এজেন্ট ব্যাংকের কার্যক্রম মানে অগ্রণী ব্যাংকের কার্যক্রম। এখানে হিসাব খোলা মানে অগ্রণী ব্যাংকে হিসাব খোলা। এখানে অগ্রণী ব্যাংকের সব ধরনের সেবা পাওয়া যাবে। কোন কোন ক্ষেত্রে অগ্রণী ব্যাংকের শাখা অফিস থেকে বেশি সেবা পাওয়া যাবে এজেন্ট ব্যাংকে। এই সেবা চালু করে অগ্রণী ব্যাংক সাধারণ মানুষের দোর গোড়ায় ব্যাংকিং সেবা পৌছে দেবে। যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে।’