আলোকিত প্রজন্মের স্বপ্ন দেখেছিল জাতির জনক বঙ্গবন্ধু, প্রজন্মের নিয়ে স্বপ্ন দেখে আমাদের জননেত্রী বঙ্গবন্ধুর কন্যা : পরশ

0
20

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলছেনে, বাগেরহাটের কচুয়ায় স্থাপিত শহীদ শেখ ফজলুল হক মনি কারিগরি স্কুল এন্ড কলেজ এই এলাকাকে সমৃদ্ধ করবে এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার মাধ্যমে আমরা সেই আলোকিত প্রজন্ম পাবো যে আলোকিত প্রজন্মের স্বপ্ন দেখেছিল জাতির জনক বঙ্গবন্ধু, প্রজন্মের নিয়ে স্বপ্ন দেখে আমাদের জননেত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা।

বৃহস্পতিবার দুপুরে বাগেরহাটের কচুয়া শহীদ শেখ ফজলুল হক মনি কারিগরি স্কুল এন্ড কলেজে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাসমিনা খাতুন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, বাবার নামের এই শিক্ষা প্রতিষ্ঠান সত্যিই আমাকে উদ্বেলিত করে বিমোহিত করে। আমি আবেগে আপ্লুত যে আমার বাবার হাজার হাজার অনুসারী আছেন, এটা আমার জন্য গর্বের।

কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় সম্মানিত অতিথি ছিলেন, বাগেরহাট—২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়, বিশেষ অতিথি ছিলেন, বাগেরহাট—২ আসনের সাবেক সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিসিবির পরিচালক শেখ সোহেল, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার, ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহম্মেদ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু, নকীব নজিবুল হক, বাগেরহাট জেলা যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফি জেমস, উপজেলা যুবলীগের আহবায়ক মনিরুজ্জামান ঝুমুর, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক কামরুল হাসান কচি। কচুয়া শহিদ শেখ ফজলুলহক মনি কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যাক্ষ নরেশ চন্দ্র রায় সহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চলনা করেন কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ সাইফুল ইসলাম।