কামারখালী উদ্দীপন বিদ্যানিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নতুন সহকারী শিক্ষকের যোগদান

0
17

মধুখালী প্রতিনিধি

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে নতুন নিয়োগ পাওয়া প্রাক- প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তানিয়া খাতুন গত সোমবার স্কুল চলাকালীন বিকালে যোগদান করলেন কামারখালী উদ্দীপন বিদ্যানিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে।

মঙ্গলবার (২৪-০১-২০২৩)ইং সরকারী নির্দেশনা অনুযায়ী সকালে স্কুল আগমনের নিদিষ্ঠ সময়ে যোগদান করে সহি স্বাক্ষর করলেন। তানিয়া খাতুন যোগদান করে বললেন আমি ধন্য। তিনি আরও বলেন আমি এই শিশু শিক্ষার্থীদের হাতে-কলমে সু-শিক্ষায় গড়ে তুলবো। এই কথা শুনে স্কুলের প্রধান শিক্ষক শারমীম আখতার তারমত শিক্ষক পেয়ে তিনিও ধন্য এবং যোগদান পত্র গ্রহন করলেন। তিনি আরও আশাবাদী এই শিক্ষক স্কুলের শিশু শিক্ষার্থীদের মানুষের মত মানুষ করে গড়ে তুলবেন।