মধুখালী প্রতিনিধি
আড়পাড়া ইউনিয়ন পরিষদ ভবন স্থাপন নিয়ে যত জল্পনা-কল্পনা কোথায় ইউনিয়ন পরিষদ ভবন হবে। এই বিষয় নিয়ে আরও সন্দেহ রইলো না কারন আড়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সহকারী অধ্যাপক জাকির হোসেন মোল্যা তার শ্রম ও মেধা দিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ইউনিয়ন ভবনের জন্য যে জমি দান নিয়েছেন । সেই জমিতেই ইউনিয়ন ভবন হবে। এতে কোন সন্দেহ নাই। কারন মঙ্গলবার স্থানীয় সরকারের অধীনে যে ভবন ও হাসপাতাল হবে তার মধ্যে হাসপাতাল স্থাপনের জন্য মাটি টেষ্ট করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা বৃন্দ, আড়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সহকারী অধ্যাপক জাকির হোসেন মোল্যা, জমি দাতা ও বিশিষ্ট সমাজসেবক বাহারুল আলম মিয়া বাবুল সহ মাটি টেষ্টের প্রকৌশলী পারভেজ রানা সনি সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
জানা যায় আড়পাড়া ইউনিয়নের মিয়া পরিবারের কৃতি সন্তান মরহুম রফিক উদ্দিন মিয়া’র ছেলে বিশিষ্ট সমাজসেবক বাহারুল আলম মিয়া বাবুল, মরহুম মিজানুর রহমান ডাবলু, মফিজুর রহমান লাভলু এরা তিন ভাই হাসপাতাল নির্মান করার জন্য সরকারের ঘরে ১৩শতাংশ জমি বিনামূল্যে দান করেন।