ইরাকে ফুটবল মাঠে পদদলিত হয়ে দুজনের মৃত্যু, আহত ৮০

0
18

আন্তর্জাতিক ডেস্ক

ইরাকের বসরা শহরের একটি স্টেডিয়ামে পদদলিত হয়ে অন্তত দুজন নিহত এবং ৮০ জন আহত হয়েছেন। ইরাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

রাষ্ট্রীয় মালিকানাধীন ইরাকি ন্যাশনাল এজেন্সির (আইএনএ) বরাতে বিবিসি জানায়, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় আট জাতির আরব উপসাগরীয় কাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে ওমানের মুখোমুখি হবে স্বাগতিক ইরাক। এরই মধ্যে এ ধরনের ঘটনা ঘটল।

ইরাকের ফুটবলপ্রেমীদের জন্য এ ধরনের ম্যাচ বিরল। তাই এ ম্যাচ দেখার আশায় ভোর থেকেই স্টেডিয়ামের বাইরে টিকিট ছাড়া হাজার হাজার দর্শক ভিড় করেন।

এদিকে এ ঘটনার পর পর বসরা গেছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি। সেখানে তিনি কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে করবেন। বৈঠকে ওই অঞ্চলের গভর্নর ও সরকারের মন্ত্রীরা উপস্থিত থাকবেন।

আলজাজিরার সাংবাদিক সামের ইউসুফ জানান, বসরা স্টেডিয়ামে পদদলিত হয়ে হতাহতের ঘটনার সত্যতা মিললে ইরাক ও ওমানের মধ্যকার ফাইনাল স্থগিত হতে পারে।

তিনি জানান, এরই মধ্যে প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক শুরু করেছেন। সরকারি সূত্র অনুযায়ী, হতাহতের ঘটনা নিশ্চিত হলে ম্যাচটি স্থগিত বা অন্য নিরপেক্ষ দেশে স্থানান্তর করা হতে পারে।