এস. এম মুসতাইন, বসুন্দিয়া
যশোরের বাঘারপাড়া উপজেলার বাকড়ীতে কমরেড অমল সেন স্মৃতি রক্ষা কমিটি যশোর নড়াইল জেলার আয়োজনে ১৬ জানুয়ারী বিকালে এগারোখান বাকড়ী গোচর ফুটবল মাঠে এক দিনের ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ টুর্নামেন্টে নড়াইলের ইউনিক ফুটবল স্পোর্টিং ক্লাব বনাম খুলনা রুপক ফুটবল একাডেমি অংশ গ্রহণ করেন। নির্ধারিত সময়ে গোল শুন্য হওয়ায় ট্রাইবেকারে ৪-১ গোলে খুলনা রুপক ফুটবল একাডেমিকে হারিয়ে বিজয় অর্জন করেন নড়াইলের ইউনিক ফুটবল স্পোর্টিং ক্লাব।
উক্ত ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক, অমল সেন স্মৃতি রক্ষা কমিটির সভাপতি ইকবাল কবির জাহিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ছিলেন বাংলাদেশ বি, কে, এস, পির সাবেক প্রশিক্ষক কাওসর আলী।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাঘারপাড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা রানী বিশ্বাস, বসুন্দিয়া স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষক বাবু নবকৃ্ষ্ণ বিশ্বাস (পন্ডিত), অমল সেন স্মৃতি রক্ষা কমিটির সাধারণ সম্পাদক বিপুল কান্তি বিশ্বাস, অমল সেন স্মৃতি রক্ষা কমিটির উপদেষ্টা নাজিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সদস্য জহিরুল ইসলাম, তসলিমুর রহমান, আব্দুর সবুর মোল্যা প্রমূখ। ফুটবল টুর্নামেন্টের ধারাভাষ্যকর হিসেবে ছিলেন ইপ্তেখায়রুল পিপুল ও মাসুম রেজা তুষার।