
আন্তর্জাতিক ডেস্ক
মাফিয়া ও ইতালি যেন একাকার হয়ে আছে। ভূমধ্যসাগরে ইতালির বৃহত্তম দ্বীপ সিসিলি মাফিয়াদের সূতিকাগার। এই আঁতুড়ঘর থেকে গ্রেপ্তার করা হয়েছে মাত্তেও মেসিনা ডেনারো নামের এক মাফিয়া বসকে। সোমবার (১৬ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ১০টার দিকে সিসিলির একটি ক্লিনিক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিসিলির সবচেয়ে কুখ্যাত মাফিয়া গোষ্ঠী কোসা নস্ট্রার বস মাত্তেও মেসিনা ডেনারো। ৩০ বছর ধরে তাকে ধরতে চেষ্টা করছিল স্থানীয় নিরাপত্তা বাহিনী কারাবিনিয়ারি বা পুলিশ। কিন্তু অনেকবার হাতের নাগালে এসেও ফসকে যান তিনি।
সম্প্রতি গোপন সূত্রে পুলিশ খবর পায়, সিসিলির একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন মেসিনা ডেনারো। খবরের ভিত্তিতে সোমবার সকালে ওই হাসপাতালে অভিযান শুরু করা হয়। অভিযানে মেসিনা ডেনারোর পাশাপাশি কোসা নস্ট্রার শতাধিক সদস্যকেও গ্রেপ্তার করা হয়। মেসিনা ডেনারোকে একটি গোপন স্থানে রাখা হয়েছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ইতঃপূর্বে অনেকগুলো হত্যা মামলায় মেসিনা ডেনারোর যাবজ্জীবন কারাদণ্ড হয়। এসব হত্যা মামলার মধ্যে ১৯৯২ সালে মাফিয়াবিরোধী কৌসুলি জিওভানি ফ্যালকোন এবং পাওলো বোরসেলিনোকে হত্যা অন্যতম। পরের বছর মিলান, ফ্লোরেন্স ও রোমে বোমা হামলা করেও বেশ ত্রাস তৈরি করে কোসা নস্ট্রা।
বলা হয়ে থাকে, ১৯৯৩ সাল থেকে পলাতক থাকলেও গোপন আস্তানা থেকে বিভিন্ন অভিযানের নির্দেশ দিতেন মেসিনা ডেনারো।
৬০ বছর বয়সি মেসিনা ডেনারোকে গ্রেপ্তারের ঘটনায় স্বস্তির নিঃশ্বাস ফেলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এজন্য তিনি সংশ্লিষ্ট বাহিনীগুলোকে ধন্যবাদ জানান। মেসিনা ডেনারোকে গ্রেপ্তার মাফিয়ার বিরুদ্ধে রাষ্ট্রের জয় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী মেলোনি।
সূত্র : বিবিসি।