দিল্লির তাপমাত্রা নামল ১.৪ ডিগ্রি সেলসিয়াসে

0
28

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার সকালে ভারতের রাজধানী দিল্লির তাপমাত্রা নেমেছিল ১.৪ ডিগ্রি সেলসিয়াসে। তীব্র ঠাণ্ডার ঢেউ লেগেছে উত্তর ভারতের কিছু এলাকায়।

ভারতের আবহাওয়া দপ্তর বলছে, আগামী দুই দিনে অব্যাহত থাকতে পারে এই শীতের প্রকোপ।

কয়েকদিন আগে দিল্লির তাপমাত্রা নেমেছিল ১.৯ ডিগ্রি সেলসিয়াসে। ভারতের আবহাওয়া দপ্তর তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামলেই তাকে কোল্ড ওয়েভ বা তীব্র শীত-ঢেউ বলে বিবেচনা করে।

সোমবার চলতি মৌসুমের সবচেয়ে ভয়াবহ শীত অনুভব করেছে দিল্লি। ভারতের রাজধানী শহরের বিভিন্ন জায়গাতেই তাপমাত্রা নেমেছিল ২ ডিগ্রি সেলসিয়াসের নীচে।

সূত্র: বিবিসি