আতিউর রহমান, পুড়াপাড়া
ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বারকে মারপিটের অভিযোগ উঠেছে একই উপজেলার ডালভাঙ্গা গ্রামের সোবহান গাইনের ছেলে ইয়ানবীর বিরুদ্ধে। ওই ঘটনার প্রতিকার চেয়ে মহিলা মেম্বার সায়েরা বেগম মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। গত ২৩ নভেম্বর বিকালে উপজেলার বেলেআটি মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
মহিলা মেম্বার সায়েরা বেগম বলেন, ইয়ানবী আমাকে একটি মহিলা কেন্দ্রিক শালিসে যাওয়ার কথা বলে বেলেআটি মসজিদের সামনে আমাকে ও আমার বোন কল্পনা ও বোনজি মাছুরাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তিনি আরো বলেন,ইয়ানবীর ৯/১০ জনের একটি সন্ত্রাসী বাহিনী দিয়ে তাদের শ্লিলতাহানির চেষ্টা করে এবং স্বর্ণালংকার সহ ৬১ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে তিনি মহেশপুর থানায় ৯জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেছেন।
মহেশপুর থানার ওসি (তদন্ত) ইসমাইল হোসেন বলেন, এ ব্যাপারে মহিলা মেম্বার একটি অভিযোগ দায়ের করেছেন তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।