সত্যপাঠ ডেস্ক
যশোরে মারুফ হোসেন নামে এক যুবক সন্ত্রাসী কর্তৃক ছুরিকাঘাতের শিকার হয়েছে। রবিবার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে শহরতলির নিউমার্কেট ইজিবাইক স্টান্ড এলাকায় এই ঘটনা ঘটে।
আহত মারুফকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি যশোর সদর উপজেলার হাশিমপুর গ্রামের নওশের আলীর ছেলে। এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
আহত মারুফ হোসেনর ভাই আব্দুর রহমান জানান, একই গ্রামের কাদের হোসেনের দুই ছেলে সাগর হোসেন ও সজিব হোসেনের সাথে তার ভাই মারুফ হোসেনের বিরোধ ছিলো।
যার জের ধরে রবিবার (৭ নভেম্বর) দুপুরে তারা তার ভাইকে ছুরিকাঘাত করে। মারুফ ৬০ হাজার টাকা নিয়ে ইজিবাইকের ব্যাটারি ক্রয় করতে শহরে আসছিলো। পথিমধ্যে শহরতলীর নিউমার্কেট এলাকায় সাগর ও সজিবসহ সন্ত্রাসীরা তাকে ছুরিকাঘাত করে। এসময় ৬০ হাজার টাকাও ছিনিয়ে নেয়া হয়।
এসময় তার চিৎকারে পাশে থাকা প্রতিবেশী ভাইপো রুবেল হোসেন (২৫) ও সাইফ (২৪) ঠেকাতে এগিয়ে আসলে তাদেরও মারপিট করা হয়। পরে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয়রা মারুফকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।