“মহিষাসুর মদিনী” অনুষ্ঠানে ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী রাজেশ কুমার রায়না

0
166

তালা প্রতিনিধি:

বুধবার দুপুর ১২টায় তালা উপজেলার উথালী গ্রামে ভারতীয় উপমহাদেশের প্রখাত মহালয়ার পাঠক বীরেন্দ্রনাথ ভদ্রের পিতৃভূমি যদুনাথ স্মৃতি মন্দিরে শারদ সম্মিলনী কর্তৃক আয়োজিত “মহিষাসুর মদিনী” অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ভারতীয় হাই কমিশনের সহকারী হাই কমিশনার শ্রী রাজেশ কুমার রায়না।

এ সময় তিনি স্মারক অনুলিপি হিসাবে বৃক্ষরোপন করেন। উথালী যদুনাথ স্মৃতি মন্দিরের সভাপতি মৃনাল কান্তি ভদ্রের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ১, তালা-কলারোয়ার সংসদ সদস্য এ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

বক্তব্য রাখেন শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here