মাকে দেখে বাড়ি ফেরা হলো না ছেলে’র

0
133

তালা (সাতক্ষীরা) :

চিকিৎসাধীন মাকে দেখে বাড়ি ফেরা হলোনা সৈয়দ তরিকুল ইসলামের (৩০)। মোটর সাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মারা যান তিনি।

সোমবার (৪ অক্টোবর) সন্ধ্যায় খুলনা আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখে ফেরার পথে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার নতুনরাস্তা এলাকায় ট্রাকের সাথে সংঘর্ষে ঘটনাস্থলে মারা যান তিনি। এসময় ঘাতক ট্রাককে আটক করেন স্থানীয়রা।  তবে ট্রাকের চালক পালিয়ে যায়। সৈয়দ তরিকুল ইসলামের তানিশা নামে আট বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

সৈয়দ তরিকুল ইসলাম তালা উপ-শহরের মরহুম সৈয়দ সিরাজুল ইসলামের ছোট ছেলে। সিরাজুল ইসলামের তিন ছেলের  মধ্যে তরিকুল ছোট। তিনি মাকে নিয়ে তালা উপ-শহরে নিজস্ব বাসভবনে থাকতেন। আর দুই ভাই সোহেল এবং বুলবুল থাকেন খুলনাতে।

গত ৩০ সেপ্টেম্বর তরিকুল ইসলামের মা হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে তাকে খুলনা আবু নাসের হাসপাতালে ভর্তি করেন । মাকে দেখতে প্রতিদিন যাতয়াত করতেন তিনি ।

ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সড়ক দূর্ঘটনায় মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here