আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা
যশোরের ঝিকরগাছায় সপ্তাহব্যাপী নকশী কাঁথা প্রশিক্ষণ কোর্সে পরিসমাপ্তি হয়েছে। অনুষ্ঠানে ৩০জন প্রশিক্ষণার্থীদের মাঝে দৈনিক ১শত টাকা হারে ৬দিনের প্রশিক্ষণে যাতায়াত ভাতা বাবাদ ৬শ টাকা হারে প্রদান করা হয়।
উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর ও স্বেচ্ছাসেবী যুব সংগঠন পেন ফাউন্ডেশনের আয়োজনে বুধবার বিকাল সাড়ে ৩টায় স্থানীয় বি.এম হাইস্কুল সংলগ্ন রূপান্ত হস্তশিল্প হলরুমে অ-প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্স (রাজস্ব খাত) এর আওতায় বেকার যুবদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ কোর্সের কার্যক্রম পরিচালিত হয়। সপ্তাহব্যাপী নকশী কাঁথা প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার আরব আলী। পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী যুব উন্নয়ন অফিসার রেজাউল ইসলাম, গদখালীর স্বজনচক্রের নির্বাহী পরিচালক বাবুল ভক্ত, পেন ফাউন্ডেশনের সাধারণ পরিষদের সদস্য এসএম জাহাঙ্গীর, পেন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত স্বপ্নলোকের পাঠশালার ১ম ও ২য় ক্যাম্পাসের শিক্ষক শান্তা ইসলাম ও বিথী খাতুন প্রমুখ।