সহিদুল ইসলাম, মধুখালী
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের রাজধরপুর গোলাম আলীর বাড়ীর পাশে স্বর্গীয় দিলীপ ঘোষের বাড়ীর সামনে গড়াই ও মধুমতি নদীর প্রবল ভাঙ্গন রোধে জিওটেক ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার বেলা ১২টায় জিওটেক ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন করেন মোবাইলে মধুখালী উপজেলার চেয়ারম্যান শহিদুল ইসলাম, কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহিদুর রহমান বিশ্বাস (বাবু), পানি উন্নয়ন বোর্ডের কার্যকরী সহকারী মামুনুর রহমান (মামুন), মধুখালী উপজেলা বন বিভাগের আজমল হোসেন। সাথে উপস্থিত ছিলেন কামারখালী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ফরিদ হোসেন, ৬নং ওয়ার্ডের সভাপতি ইউনুচ আলী মৃধা সহ কামারখালী ইউনিয়নের স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন। জানা যায় গড়াই ও মধুমতি নদী ভাঙ্গন এলাকায় ভাঙ্গন রোধে ৬৮মিটার নদীভাঙ্গন রোধের কাজ হবে এবং ৫,৫০০ (পাচঁ হাজার পাচঁশত) জিওটেক ব্যাগ ডাম্পিং করা হবে।