মোকাদ্দেছুর রহমান রকি
যশোরে মঙ্গলবার ২৪ আগষ্ট সকাল থেকে তার পূর্বে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে ৩ জনের মৃত্যু হয়েছে। এসময় ২৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আরএমও ডা: আরিফ আহম্মেদ ও সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা: রেহেনেওয়াজ এই তথ্য জানিয়েছেন।
সিভিল সার্জন অফিস সূত্রে জানাগেছে, মঙ্গলবার ২৪ আগষ্ট সকাল থেকে তার পূর্বে গত ২৪ ঘণ্টায় যশোর জেলার ৩শ’ ২৫ জনের নমুনা পরীক্ষা করে ২৯ জনের শরীরে সংক্রমন করোনা ভাইরাস শনাক্ত হয়। শনাক্তের হার প্রায় ৯ শতাংশের নিচে।
শনাক্ত হওয়া রোগীদের মধ্যে সদর উপজেলায় ১৫ জন, কেশবপুরে ১ জন, ঝিকরগাছায় ৩ জন, অভয়নগরে ৫ জন, মনিরামপুরে ১ জন, শার্শায় ১ জন ও চৌগাছা উপজেলায় ৩ জন রয়েছে।
যশোর জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসে মারা গেছে, ৪শ’ ৪৭জন, শনাক্ত হয়েছে ২০ হাজার ৯শ’২ জন, সুস্থ হয়েছে ১৯ হাজার ৪শ’ জন।
২৪ আগষ্ট সকাল পর্যন্ত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনা ভাইরাস নিয়ে ভর্তি রয়েছে ৬০জন।