আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের হাজরাখালি খালের উপর নির্মিত ভাসমান সেতুর উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকালে অনাড়ম্বর পরিবেশে উদ্বোধনের মধ্যে দিয়ে ভাসমান সেতুর ওপর দিয়ে হালকা যানবহন ও জনসাধারণ চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।
২৬৬টি প্লাস্টিকের ব্যারেলসহ অন্যান্য উপকরণ দ্বারা নির্মিত ৭শ ফুট দৈর্ঘ্যে ও ৩ ফুট প্রস্থের ভাসমান সেতুটির ভিডিও কনফারেন্স এর মাধ্যমে শুভ উদ্বোধন করেন, আশাশুনি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম। সরকারী অর্থায়নে ও হাজরাখালি গ্রামবাসীর উদ্যোগে এবং আশাশুনি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু হেনা সাকিলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে এসময় ইউপি সদস্য আক্তার হোসেন, জিএম জালাল উদ্দিন, ইয়াছিন আলি, তহমিনা জোয়াদ্দার, মাড়িয়ালা জামে মসজিদ খতিব মাওলানা সাইদুল ইসলাম, মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিয়ার রহমান, সহকারি শিক্ষক আবু হাসান, নওয়াবেকি গণমুখি ফাউন্ডেশনের নাকতাড়া শাখা ব্যবস্থাপক আব্দুল মালেক, আওয়ামীলীগ নেতা আবু সাইদ সরদার, সমাজ সেবক সঞ্জয় মিশ্র, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ রায়হান সাদ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান পল্টু, সাধারণ সম্পাদক বাবলু, রেডিয়েন্স এন্ড ফ্রেন্ডশিপ কাবের সভাপতি আব্দুল্লাহ প্রমূখ উপস্থিত ছিলেন।