বিশেষ প্রতিনিধি
ইজিবাইকের চার্জার চুরি করে পালাবার সময় দুই চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। এরা হচ্ছে, যশোরের বাঘারপাড়া উপজেলার দরাজহাট দক্ষিণপাড়ার খায়ের এর ছেলে রমজান ও সদর উপজেলার ঘোপ উত্তর পাড়ার সাজ্জাদের ছেলে আরমান হোসেন। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে।
যশোর সদর উপজেলার ভায়না গ্রামের ইকবাল হোসেনের ছেলে আপতাব হোসেন বাদি হয়ে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। মামলায় উল্লেখ করেন, বাদি তার বাড়িতে ইজিবাইক চার্জার ব্যবসা রয়েছে।
গত ১৯ আগষ্ট বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় তার বাড়ির উঠানে ইজিবাইক চার্জার দিয়ে বাদি ঘরের মধ্যে অবস্থান করছিল। হঠাৎ বাদি শব্দ শুনে বাইরে বের হয়ে দেখেন তার ইজিবাইকের চার্জান চুরি করে উক্ত দুই চোর পালানোর চেস্টা করলে বাদি চিৎকার দেয়। স্থানীয় লোকজন এগিয়ে এসে উক্ত দুই চোরকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।