মিজানুর রহমান, মণিরামপুর
মণিরামপুরে যানজট মুক্ত রাখতে এবং শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে নতুন ট্রাক টার্মিনালের উদ্বোধন করা হয়েছে। ট্রাক মালিক সমিতি’র উদ্যোগে বুধবার বিকেলে পৌরশহরের উত্তর মাথা বাসষ্ট্যান্ডের পাশে ট্রাক টার্মিনালের শুভ উদ্বোধনসহ দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন মণিরামপুর ট্রাক মালিক সমিতির আহ্বায়ক ও যশোর জেলা জাতীয় শ্রমিক লীগের সহসভাপতি বাবুল করিম বাবলু।
ট্রাক মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক আব্দুর রফিকের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহাম্মেদ লিটন, বীর মুক্তিযোদ্ধা আকরাম আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুস সাত্তার, সাবেক পৌর কাউন্সিলর গৌর কুমার ঘোষ, ব্যবসায়ী ইসমাইল হোসেন, হাজ্বী আনিচুর রহমান, ট্রাক মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন, শফিকুল ইসলাম, আলমগীর হোসেন, শ্রমিক নেতা আতিয়ার রহমান, জাহাঙ্গীর ইসলাম বুলবুল, আক্তারুজ্জামান, ব্যবসায়ী রবিউল ইসলাম মিঠু, রবীন কুমার কুন্ডু, তাজাম্মুল হোসেন, ফিরোজ হোসেন লাল্টু, ইউছুফ আলী প্রমুখ।