ফুলতলা প্রতিনিধি
বাংলাদেশ ভ্রাম্যমাণ হকার্স পরিষদ ফুলতলা শাখার উদ্যোগে শুক্রবার বিকেল ৫ টায় বাজারস্থ নিজস্ব কার্যালয়ে এক আলোচনা সভা ও উপদেষ্টা পরিষদের পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভ্রাম্যমাণ হকার্স পরিষদ ফুলতলা শাখার সভাপতি সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে ও বাংলাদেশ ভ্রাম্যমাণ হকার্স পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি হোসাইন আহম্মেদ সোহেলের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পরিষদের উপদেষ্ট কাজী আশরাফ হোসেন আশু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা প্রেসক্লাবের সভাপতি, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি, বাজার বণিক কল্যাণ সোসাইটির সহ-সভাপতি ও পরিষদের উপদেষ্টা এস এম মোস্তাফিজুর রহমান, ফুলতলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি সদস্য আলী আজম মোহন, বীর মুক্তিযোদ্ধা বালা মিয়া, পরিষদের সহ-সভাপতি শামিম শেখ, সাধারণ সম্পাদক নূর আলম, পরিষদের নেতা জামাল শেখ, শফি, কালাম, শহিদুল ইসলাম, নিপা আক্তার, পিন্টু চৌধুরী প্রমুখ।