মধুখালী প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী বাজারে একজন চোর আটক করা হয়েছে।
জানা যায় কামারখালী বাজারের সুধাময় বকসীর ফার্নিচার দোকানের সামনে থেকে সোমবার আনুমানিক রাত ৮.৩০মিনিটের সময় গন্ধখালী গ্রামের নুর ইসলামের একটি ব্যাটারীচালিত ভ্যান চুরি হয়। অনেক খুজাঁখুঁজির পর বাগাট ইউনিয়নের মিটুলের ভাটা পার হয়ে মিটাইন সুধাময় বকসী মোটর সাইকেল যোগে গিয়ে চোরসহ ভ্যান আটক করে। চোর আর একজন পালিয়ে যায়। আটক কৃত চোরের নাম মন্নু শেখ (২৭) পিতাঃ কালাম শেখ গ্রামঃ লক্ষনদিয়া মধুখালী ফরিদপুর।
চোর কামারখালী বাজার বণিক সমিতিতে আনার পর মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবগত করিয়ে এস. আই. মাসুদুর রহমান (মাসুদ)সহ ফোর্স এর নিকট বণিক সমিতির কর্তৃপক্ষ সোমবার রাতেই চোরকে সোপর্দ করেন।