বিশেষ প্রতিনিধি
যশোরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সুবিধা বঞ্চিত ৭ জন নারীকে সেলাই মেশিন ও ৯ জনকে দুই হাজার করে টাকা দেয়া হয়েছে।৮ আগস্ট রোববার বেলা ১১ টায় জেলা মহিলা বিষয়ক অধিদফতরের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র হায়দান গনি খান পলাশ, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামান, জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন,অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল হাসান, জাতীয় মহিলা সংস্থা যশোরের চেয়ারম্যান লাইজুজামান, শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস প্রমুখ।