ফুলতলা প্রতিনিধি
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ- ২০২১ উপলক্ষে রবিবার ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে সকাল ১১ টায় হাসপাতাল সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জেসমিন আরা’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন।
উপস্থিত ছিলেন ফুলতলা প্রেসক্লাবের সভাপতি, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও বাজার বণিক কল্যাণ সোসাইটির সহ-সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস এম নাজমুস সাকীব শাহিন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, শিক্ষা কর্মকর্তা আবুল কাশেম, শিশু কনসালটেন্ট ডা. উত্তম কুমার দেওয়ান, মেডিকেল অফিসার ডা. সালিমা মেহের, মেডিকেল অফিসার ডা. উম্মে ফাতেমা, মেডিকেল অফিসার ডা. দিলজাহান নিপা, আবাসিক মেডিকেল অফিসার ডা. শিমুল কুমার চক্রবর্তী, মেডিকেল অফিসার ডা. মিঠুন বাহাদুর, মেডিকেল অফিসার ডা. কাজী আঃ রউফ, ডেন্টাল সার্জন ডা. সুকান্ত কুমার দাস প্রমুখ।