সহিদুল ইসলাম, মধুখালী
ফরিদপুরের মধুখালী বাজারে মঙ্গলবার রাত ১১টার দিকে আগুন লেগে একটি ঘর পুড়ে গেছে। মধুখালী বাজার বণিক সমবায় সমিতির সভাপতি আবুল বাসার বাদশা জানান, মঙ্গলবার রাত ১১ টার দিকে বাজারের হরেন্দ্রনাথ এর একটি ঘরে আগুনের সুত্রপাত হয়ে তা ছড়িয়ে পড়ে।
ঘরে থাকা জিনিসপত্র, কিছুখড়ি এবং ঘরের চালা, আড়া পুড়ে যায়। মধুখালী ফায়ার সার্ভিস ও বাজারের কতিপয় ব্যবসায়ী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে প্রায় এক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার টিটব সিকদার জানান, অল্প সময়েই আগুন নিয়ন্তণে চলে আসে। বড় ধরনের ক্ষতি হয়নি। মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, বাজার বণিক সমিতির সভাপতি আবুল বাসার বাদশা,সাধারন সম্পাদক মির্জা মাঝহারুল ইসলাম মিলন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।