বিশেষ প্রতিনিধি
বাঘারপাড়ায় ১০ প্রতিবন্ধীকে হুইল চেয়ার দেওয়া হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী বুধবার দুপুরে এই চেয়ারগুলো তাদের হাতে তুলে দেন।
উপজেলা পরিষদের আওতায় ‘বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি)’ অর্থায়নে এই কার্যক্রম পরিচালিত হয়েছে।
উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত প্রদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত আওয়ামী লীগ নেতা আবু বক্কার শিকদার, ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, রবিউল ইসলাম, আসাদুজ্জামান চিশতী, মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ বিশ্বাস, রবিউল ইসলাম, নজরুল ইসলাম, আফজাল হোসেন সঞ্জিব প্রমুখ।