বেনাপোল প্রতিনিধি
স্বাস্থ্যবিধি মেনে বেনাপোল পৌর আওয়ামীলীগ কার্যালয়ে ১৫ আগষ্ট জাতিয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হযেছে। জাতির জনক বঙ্গবন্ধুর ৪৬ তম শাহদত বার্ষিকী ও ১৫ আগষ্ট জাতিয় শোক দিবস কি ভাবে স্বাস্থ্য বিধি মেনে পালন করা হবে সেই উপলক্ষে স্থানীয় নেতা কর্মীদের নিয়ে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর আওয়ামীলীগ নেতা কর্মীরা প্রস্তুতি সভা করেন।
এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য ও বেনাপোল পৌর আওয়ামীলীগের আহবায়ক আহসান উল্লাহ মাষ্টার, শার্শা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, দপ্তর সম্পাদক আজিবর রহমান, বেনাপোল পৌর প্যানেল মেয়র সাহাবুদ্দিন মন্টু, বেনাপোল পৌর আওয়ামী সাংস্কৃতিক ফোরামের সভাপতি রহমত আলী, শার্শা উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শারমীন আক্তার, সাংগঠনিক সম্পাদক বিউটি খাতুন, বেনাপোল পৌর আওয়ামীলীগের সদস্য মতিয়ার রহমান মধু প্রমুখ।