বিশেষ প্রতিনিধি
পুলিশ ও মাদকদ্রব্য বিভাগের কর্মকর্তা এবং সদস্যরা আলাদা অভিযান চালিয়ে ৪শ’ গ্রাম গাঁজা ও ৩৯পিস ইয়াবা উদ্ধার করেছে। এসময় তিনজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোরের অভয়নগর উপজেলার পচা মাগুরা পশ্চিমপাড়ার ফারুক বিশ^াসের ছেলে শান্ত বিশ^াস, যশোর শহরের পুরাতন কসবা ঘোষপাড়ার নজরুল ইসলামের ছেলে পান্না ইসলাম, সদর উপজেলার রুপদিয়া নরেন্দ্রপুর গামের মৃত নওয়াব আলী দফাদারের ছেলে মিরাজ। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় আলাদা মাদক আইনে তিনটি মামলা হয়েছে।
সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা সোমবার সন্ধ্যায় শহরের মোল্লাপাড়া কদমতলা রোডস্থ খান স্টার টেইলার্স এর সামনে অভিযান চালিয়ে মিরাজকে গ্রেফতার করে। পরে তার দখলে থাকা ৩৯ পিস ইয়াবা উদ্ধার করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলের সদস্যরা ৩ আগষ্ট মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় শহরের পুরাতন কসবা ঘোষপাড়াস্থ পান্না ইসলামের ঘরে অভিযান চালায়।
এসময় তার ঘরের কাঠের ওয়ারড্রবের নিচ ড্রয়ারে লুকানো পলিথিন শপিং মধ্যে থাকা ২শ’ ৯০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এ সময় পান্না ইসলামকে গ্রেফতার করে।
এছাড়া, বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা সোমবার ২ আগষ্ট বিকেলে বসুন্দিয়া মোড় গাইদগাছী গ্রামের বিসমিল্লাহ অটো দোকানের সামনে থেকে শান্ত বিশ^াস নামে এক যুবককে ১শ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। পরে তাদেরকে কোতয়ালি মডেল থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা করেন। মঙ্গলবার তাদেরকে আদালতে সোপর্দ করে।