মঈন উদ্দিন, ফুলতলা
শিশু নিলয় ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার ফুলতলা, দিঘলিয়া, অভয়নগর, যশোর সদর, বাঘারপাড়া, দৌলতপুর ও বসুন্দিয়া কার্যালয়ে করোনায় অধিক ক্ষতিগ্রস্থ সদস্য বিশেষ করে বৃদ্ধ, অসুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
প্রতিটি শাখায় ১৭ জনকে উল্লেখিত উপহার সামগ্রী বিতরণ করেন কর্তৃপক্ষ। ফুলতলা শাখায় উপহার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আফরুজ্জামান, ফুলতলা প্রেসক্লাবের সভাপতি, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও বাজার বণিক কল্যাণ সোসাইটির সহ-সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, শিশু নিলয় ফাউন্ডেশনের এরিয়া ইনচার্জ আনোয়ার হোসেন, শাখা ব্যবস্থাপক আনিসুর রহমান, হিসাব কর্মকর্তা নূরুল হক, দৌলতপুর শাখায় উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপক ওলিউল্লাহ, হিসাব কর্মকর্তা কিসমত, নওয়াপাড়া শাখায় উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপক জাকির হোসেন, হিসাব কর্মকর্তা সুমন হোসেন, বসুন্দিয়া শাখায় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য রফিকুল ইসলাম, শাখা ব্যবস্থাপক সোহেল রানা, হিসাব কর্মকর্তা একলাজ প্রমুখ।